সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বৈশিষ্ট্য

ফিরে । মাহিন - আল বিরুণী

এবার ফিরিয়ে নাও তোমার আরশে আজিমে আর কত অভিনয় করবো এক জাররার ভূবনে! দেখলাম তো ভীত শৈশব, বিতর্কিত কৈশর আর রুষ্ঠ-গম্ভীর যৌবন। আসবে আসবে করে খালি রাত এলো, শেষে যখন এলো দিন সেদিন আকাশে সূর্য্যি কেন ছিলনা? এ তামাশাভরা ঘড়িতে প্রতি মুহূর্তে আছে ছলনা। ফিরিয়ে নাও গো আবার সে বাগানে বলো, শিশু কেন ডাস্টবিনে পড়ে কি পাপে সে এখানে? সভ্য লোকে কোটপ্যান্ট পড়ে বানিয়ে বিশাল বিদ্যালয়, খাবারের খোঁজ ভ্যানগাড়ি ঠেলে, তার প্রতি না দয়া হয়! সত্য বললে মুখে চড় পড়ে, উলটা বললে পুরষ্কার। মিথ্যা বলা মহাপাপ, এই মিথ্যা কি তবে সত্যের জাত? হয় মিথ্যার জয়, নেই প্রতারণার ভয়। এখানে হুকুমজারি করে জালিম। বলছি, ফিরিয়ে নাও না। ফিরে যাই আমি আরশে আজিম। মাহিন - আল বিরুণী ১৭/১০/২০২৪ কাজীপাড়া, মিরপুর ১০

সাম্প্রতিক পোস্টগুলি

প্রেমের জল | মাহিন – আল বিরুণী

সাত গ্রামের ডাক্তার

কল্পনিতা ১ আগস্ট, ২০২৩

জীবন শখ | মাহিন - আল বিরুণী

ছেড়া পৃষ্ঠা

Having A Partner Is Not Bad

কল্পনিতা ১৪ জানুয়ারি, ২০২০

কল্পনিতা ১২ জানুয়ারি, ২০২০

কল্পনিতা ৮ জানুয়ারি, ২০২০

ধুয়ার চিঠি