ফিরে । মাহিন - আল বিরুণী
এবার ফিরিয়ে নাও তোমার আরশে আজিমে
আর কত অভিনয় করবো এক জাররার ভূবনে!
দেখলাম তো ভীত শৈশব, বিতর্কিত কৈশর আর রুষ্ঠ-গম্ভীর যৌবন।
আসবে আসবে করে খালি রাত এলো, শেষে যখন এলো দিন
সেদিন আকাশে সূর্য্যি কেন ছিলনা?
এ তামাশাভরা ঘড়িতে প্রতি মুহূর্তে আছে ছলনা।
ফিরিয়ে নাও গো আবার সে বাগানে
বলো, শিশু কেন ডাস্টবিনে পড়ে কি পাপে সে এখানে?
সভ্য লোকে কোটপ্যান্ট পড়ে বানিয়ে বিশাল বিদ্যালয়,
খাবারের খোঁজ ভ্যানগাড়ি ঠেলে, তার প্রতি না দয়া হয়!
সত্য বললে মুখে চড় পড়ে, উলটা বললে পুরষ্কার।
মিথ্যা বলা মহাপাপ, এই মিথ্যা কি তবে সত্যের জাত?
হয় মিথ্যার জয়, নেই প্রতারণার ভয়।
এখানে হুকুমজারি করে জালিম।
বলছি, ফিরিয়ে নাও না।
ফিরে যাই আমি আরশে আজিম।
মাহিন - আল বিরুণী
১৭/১০/২০২৪
কাজীপাড়া, মিরপুর ১০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন