জীবন শখ | মাহিন - আল বিরুণী
ধরো, এমন একটা পাহাড়ি লঘু জনপদ
একটা কোমল ঝরনা ধারা থাকবে কাছে
প্রকাণ্ড নয়, পিছলে জলে পড়বে সর্বোচ্চ
এমন কোথাও একটা ভিটা গাঁথবো।
বৈরাগী বায়ু বইবে,
কলকল-ছলছল তরঙ্গের ধ্বনি আসবে
দিনে পাখি রাতে নিশাচরের শব্দ ভাসবে
এই যে ক্লান্তিটা কেটে যাবে,
সজিব হয়ে উঠবে মন।
সেখানে আমরা আর আমাদের মত আরো কিছু
ক্লান্ত জগৎ সংসারি, গোপনে সংসার করবে;
কেউ কারো প্রতি তাকায় না
কারো সমালোচনার স্বভাব নেই।
সবাই নিজের মত।
এমন একটা পাহাড়ে একটা মধ্যম বাড়ি
হাল্কা হাল্কা শখে আর রঙে সাজানো থাকবে।
কিছু বই থাকবে, আমার রিসার্চ টেবিল থাকবে,
কয়টা ফুলের টব থাকবে,
তোমার শখের রঙ-ক্যানভাস থাকবে,
আর থাকবে, শান্তি শান্তি শান্তি শান্তি আর শান্তি।
সেখান থেকেই
একদিন আমরা চির প্রশান্তির ঘুমে হারাবো।
জীবন শখ
©মাহিন - আল বিরুণী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন