প্রেমের জল | মাহিন – আল বিরুণী

আজও এই বুকেতে,

জমা রয়েছে পুরোন প্রেমের জল।

তাই এই দুই চোখেতে,

ঝরছে আজও অশ্রুর ঢল।

আজ আর কেউ বলে না,

হাত ধরে এগিয়ে চল।

তাই তোকেই বলছি সখি,

তুই মোরে দিশা বল।

আজও তুই রয়েছিস,

মোর হৃদয়ের স্পন্দনে।

তবে আজ তো বাঁধা নেই আমি,

তোর সাথে কোন বন্ধনে।


আজও এই আকশে, সূর্য উঠে।

মন বাগানে, প্রেমের গোলাপ ফোঁটে।

কবিতাঃ প্রেমের জল । লেখাঃ মাহিন - আল বিরুণী


তবুও পুরনো সে স্মৃতির,

কিছু কিছু অংশ।

ধীরে ধীরে করে আমায়;

ভিতর থেকে ধ্বংস।

আজও অনেকেই চলে আসে,

বলে মোরে ভালোবাসে।

তবে হয় না,

আমার বিশ্বাস।

একদিন তোর ঐ কথাতেই,

নিয়েছিলাম চির স্বস্তির নিশ্বাস।

অনেকেই ছুঁটে আসে

বলে কিছু কথা আছে।

তবে শুনতে চায় না মন,

তোর কথা ভেবে ভেবেই কাটে মোর সারাক্ষণ।

জানি আবার নতুন কিছু আসবে।

এই হৃদয় নতুন আশাতে ভাসবে।


আজও এই বুকেতে,

জমা রয়েছে পুরোন প্রেমের জল।

তাই এই দুই চোখেতে,

ঝরছে অশ্রু ঢল।


তবুও করি তোর, স্মৃতি গুলোর যত্ন।

তুই তো ছিলি মোর, হৃদয় মাঝে এক রত্ন।

জানি হয়তো ভরবে না,

এই হৃদয় মাঝের ক্ষত।

তবে আমি ছুটে চলব,

কারন জীবনটা তো অবিরত।

হয়তো কেউ আসবে আবার

বলবে সাথে চল।

ভেজাবে স্বপ্নতে,

গড়াবে প্রেমের জল।


 

২০১৬

নিউ মার্কেট, রাজশাহী

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ