কবিতাঃ মাথা নত

আজ সুখভোগ যে নারীর আঁচলে,
কাল গালি দিবা প্রাণ খুলে।
বলবে সে চরিত্রহীনা, রক্ষিতা কত কী
অথচ বলেছেলা, "তোমার রুপের প্রতি ঝলকে যেন মরি!"

আজ অশ্রু যে পুরুষের বুক ভিজায়
তার নাম শুনে গাল লাল হয়ে যায়
কাল তাকে করবে শত নারী ভোগের দোষে দোষী
নিজের কর্ম প্রত্যক্ষ করেছ কি?

তোমাদের আ্যালসেশিয়ান হোম
পিতামাতা যায় বৃদ্ধাশ্রম।
মনুষ্য তুমি বড় অকৃতজ্ঞ
প্রতিক্ষা, স্রষ্টা করাবেন মাথা নত।





১৩আগস্ট, ২০১৯

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ